বয়স যতই হোক,
রয়ে যায় স্মৃতিরা মনে
তুমি আছো আমার হয়ে
বড্ড গোপনে।
যতই কষ্ট আসুক
বুড়ো দিনেও থাকছি
তোমার পাশে রোজ,
জীবন জানে কতটুকু
জ্যান্ত কান্নার খোঁজ।

কষ্ট যতই আসুক
হেসে খেলেই কাটবে দিন,
বাঁধা আসে বলেই বুঝি
তুমি আমার, তুমি রঙিন।