এক আকাশ তারা
জেগে উঠেছে প্রাণে।
প্রাণ ছেড়ে অন্তরে।
শরীরের পিঞ্জরে
মহাবিশ্ব, আকাশের অন্ধকারে
ভাসিয়ে নিয়ে চলেছে।

একা শুয়ে আছি
জাহাজের মাস্তুলের কাছাকাছি।

একা।
শুধু আকাশ আমাকে
পৌঁছে দিতে পারেনি সঙ্গমে,

নতুন যা কিছু লুকিয়ে
ঐ ভোরে, অন্ধকার শেষে
এক নক্ষত্রের জন্মে।