জানা অজানার মাঝে
বিস্মিত চোখে
দেখতে পাই, নতুন রসনাতৃপ্তির প্লেট
সামনে এসে দাঁড়ায় হাসি মুখে।
আনন্দঘন এক দুপুরে।

এই হাসিটুকুই
দেখতে চাই, আজীবন।

কান্না নয়, হাসিতে খুশিতে থেকো
আজীবনকাল।