ভেবেছিলাম করা হয়ে গ্যাছে, কিছুই হয়নি করা।
কীভাবে কাটবে সময়, এটুকুই তো বলা।
বর্ষ শেষ, কাজ তো শেষ নয়
কত কাজ রইল বাকী এটুকু নিয়েই বাঁচতে হয়।
এভাবেই বাঁচতে হয়,
এভাবেই বেঁচে থাকার রসদ
বেছে নিতে হয়।
বাঁচিয়ে রাখতে হয়।
আস্থা আশার অহংকারে জেগে থাকাই ঐকান্তিক জীবন।