গাছগাছালির ছায়া, পেরিয়েছি দৃষ্টি আরাম
মন কেমনের কবিতা, ধুলোমাটিকেই দিলাম।
স্তব্ধ দুপুর, ছেড়া গানের চার্চের ছায়া মাখা
তোমার নরমে মেলেছি পাখনা, শাখা-প্রশাখা।
ভোরের চায়ের মাঝেই, জেগে ওঠে কৃষ্ণ দেশ
বন্যা ভেজা জলপাউগুড়ির স্বপ্ন, বেঁচে অবশেষ।
ফিরতে আমাকেই হবে, দুনিয়ার সর্ষে তুলে রেখে
লিখতে চাই না আর, লিখিয়েছে অজ্ঞাতবাস মেখে।
অজানা কুজানার মাঝে, ভারী সুন্দর প্রেমচুমুক
ফাইনালে জিতবে লাল, মুখপোড়ারাও শুনুক।
আমরা খুঁজে নিয়েছি ইচ্ছাতালিকা, চোখের তরল
জীবন জটিল হলেও কবিতার মতোই সরল।
তুমি ছিলে বলেই এই সবুজ, সাগর, পাহাড়ে
কেটে গেল তিন কুড়ি পাঁচ, মুহা...আহা রে...