ক্লিপ দিয়ে ঝুলিয়ে দাও কুকীর্তিদের,
সব শুকিয়ে গেলে কতগুলো নেতা নেত্রীর ছদ্মবেশী
গলা উচিয়ে শাড়ি চটিতে এসে দাঁড়াবে।
কিছু সাদা পাঞ্জাবী পরিহিত উজবুকের দল
প্রত্যেকেই বলবে, আমি অনুদান দেব, আমি সেই করে দেব।
লোভ দেখিয়ে কী চাইবে!
চাইবে ভোট।
ভোট দিলেই লুটে পুটে খাবে
আমাদের রাষ্ট্রকে,
আমাদের রক্তকে।
ক্লিপ দিয়ে এদের ঝুলিয়ে রাখো
রৌদ্রে শুকিয়ে যেতে দাও
তারপর খাইয়ে দাও এদের
হায়না চিলদের।
এদের নামতে দিও না এই পৃথিবীতে।
এই পৃথিবী মানুষের নয়
এই পৃথিবী আসলে প্রজাপতির।