আবর্জনাগুলোকে সাজিয়ে নিচ্ছি
সুন্দর ভাবনা দিয়ে।
অসুন্দর তো সিঙুরের জমিপথ,
তবু সাজিয়ে নিচ্ছি
যেটুকু পেয়েছি বাঙালি জন্মের জনতা হয়ে।
অরাজনৈতিক থাকতে চেয়েও
রাজনীতির চক্রচাঞ্চল্যে ভাসছি।
কেন জানি না,
মেয়ে হয়ে উঠছি লক্ষ্মীর ভাণ্ডারে।
কন্যাশ্রী চাইছি,
খালি চেয়েই যাচ্ছি,
নারী এতটা দুর্বল নয়,
তবু চেয়ে যাচ্ছে অধিকার হিসেবে।
দুর্গারা এখনও জ্যান্ত,
মাটির পুতুল নয়।
চাইলেও সেও মারতে জানে,
মিথ্যার অবসান একদিন হবেই,
না থাকলেও হবে, থাকলেও হবে।
পুতুল হয়ে দয়া দাক্ষিণ্য নারীদের জন্য নয়
তাঁরা লড়াই করতে জানে।
নিজেরাই উদাহরণ হবে, অধিকারের জোড়ে।