খুশি তো মনফুল, জেগে থাকে জাগিয়ে রাখার ছন্দে
জেগে আছে পর্যালোচনা, বইয়ের গন্ধ, সীমাহীন গন্ধে।
রং লেগেছে ক্যানভাসে, সাদা, কালো অথবা লাল, সবুজ
এত কিছু পেয়েও আমরা আরও চাই, মনটা সত্যই অবুঝ।