প্রকাশ পেয়েছে সবটুকুই, ভালো খারাপ ইত্যাদি,
হেঁটেছে শ্রাবণ এই শীতে, এক পাগল বৈরাগী।

গান যেমনই হোক, মানুষ শুনতে চায় সে রোজ
জীবন নদীর থেকেও বিপুল, অনির্দিষ্টের খোঁজ।

জেগে থাকে চুপ জীবন, আনন্দেরই মাঝে
ভালোবাসা বিভিন্নরকম, জাগে কাজে।

ভাবনাহীন ভাবনারা জেগে থাকে মানুষের মতো
জীবনই এমনই, মিলেমিশে যায়, অল্প শ্রুত।

আলোর মতো জীবন, আলেয়ার মতো স্রোত
জেগে আছে সবটুকু নামেই সুখ অবুঝ বোধ।