আর এক ঘন্টা পরে
শীতের রাতে এই ফুটপাতেই
ঘুমিয়ে থাকব।
কোন সান্তা আসবে না,
মোজা নেই, আমাদের থাকতে নেই
কোন উপহার কেউ দেবে না।
আমাদের ইচ্ছা নেই
আমাদের আহ্লাদ নেই
আমাদের বেঁচে থাকাটাই পাপ।
কেক খেতে চাইলেও
মুখ ঘুরিয়ে তোমরা
চলে যাবে,
কেউ কেউ গালাগালও দেবে।
টাকা তো দূরের কথা,
লেখাপড়া মিড ডে মিল সবই ফক্কা।
আমরা শিখে নিয়েছি পকেটমারি,
খিস্তি, আর কী করে এদিক ওদিক করে
হাত শাফা করা যায়।
তোমরা কাল এসো,
রাস্তার এদিকে ওদিকে
আলো জ্বালা হেয়ার ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে থাকব,
বোতলের ভিতর আলো
মায়াবী রাতে আনন্দের মাঝে
ফিরে যেও।
স্বপ্নে আমাদের যীশু, কেক কিচ্ছু আসে না।
আমাদের জন্মটাই পাপ।
আমাদের বেঁচে থাকাটাই বিষাক্ত নিঃশ্বাস।
এই আকাশ বাতাসের নীচে
অধিকার শুধু তোমাদের,
কবিতা পাঠের অধিকারও তোমাদের।
আমরা উলঙ্গ যীশু নই
আমরা উলঙ্গ বর্তমান
আমরা উলঙ্গ মানুষের আয়না।