আজও আছি বসে, পুরোনো কফি ধূসর বিলে
তুই চলে গেছিস, নতুন নেলপলিসে- প্যান্ডেলে,
টাকার ফ্যাশনে ভুলে গেলি ঐতিহ্যের খাদি
আসলে আমার বিনুনি প্রেম, কেবলই বরবাদি।
কখনই বুঝিসনি, কখনই একান্ত আপন ভাবিসনি
প্রেম নয়, তুই আসলে আমার সম্পত্তি তো পাসনি।
এগিয়ে যা তুই, আমিও হাটি আমার মতো ঠিকানায়
জীবন আমিও বাঁচতে জানি, কবিতার দুপুর ভাবনায়,
রান্না করেছি আজ তোর প্রিয় লাল ডিমের ঝোল
আমার আঁচলেও বাঁচে শরতে কাশ বাদ্যির বোল।
জেগে থাকি প্যান্ডেলে, মা দুর্গা হয়ে তোকে করব বধ
মিছিলেও হাঁটছি, পাপীরা জানে না প্রেমের সাংসদ।