শীতল দেহ, গন্ধ হাসনুহানা
মৃত্যুই সত্য, সবই জানা।
গরীব বড়লোক, মহাবিশ্বে চাঁদ
সাজঘর চাই শরশয্যায়, সাধ।
কামিনীর মতো কবিতারা থাকে
এসব ফেলে দিও আবর্জনার ফাঁকে।
জ্যোতিষ নাকি ভণ্ডামী, বাকী জিনিয়াস
কিচ্ছু যায় না বলা, শাস্ত্র কনফুসিয়াস?
সবই পূর্ব নির্ধারিত, এই যে শিক্ষিত ডিগ্রি
কবি হাস্যকর, কোথায় করবে দম্ভ বিক্রি।
অনেক কিছুই লেখা আছে, কল্কির মতো
থেমেছে হৃদপিণ্ড, তবু মিটবে না যে ক্ষত।