বসেছিলাম পাড়ার চায়ের দোকানে সেদিন
এলো অচেনা ভিখারি, একটা হাত কাটা,
পাশে দাঁড়িয়ে ছিল এক বাবু, ভারী রঙিন
দাঁড়ি মুখে ভিখারি ছিল দেখতে সাদামাটা,
বাবু পকেট থেকে বের করল একশো টাকা
ভিখারির দিকে এগিয়ে দিলো হাসিমুখে,
ভিখারি না নিয়ে গেলো যেদিকে রাস্তা ফাঁকা
অবাক হলাম আমি এমনতর ঘটনা দেখে,
এগিয়ে গিয়ে দাঁড়ালাম পথ আটকে তার
জিজ্ঞেস করলাম এইরূপ আচরণের কারণ,
শুকনো মুখে আমার দিকে তাকালো একবার
স্বল্প কথায় তারপর দিলো ঘটনার বিবরণ-
'হাত কাটা গিয়েছিল যখন মেশিনের চাকাতে
না দিয়ে পাওনা, কেড়ে ছিল চাকরি আমার,
যে বাবু দেখা গেল মহৎ রূপে রাস্তাতে
সেই বাবুটি তখন ছিল কোম্পানির ম্যানেজার' ,
বোঝা গেল, যাদের ভাবি দয়ালু সজ্জন
চেহারা দেখে, কিংবা দেখে অসাধারণ ব্যবহার,
অনেকক্ষেত্রে হয় সেটা বাইরের আবরণ
অন্তরে পৈশাচিক, জনসমক্ষে অবতার !