বেঁচে থাকা কথার খেয়ালে...
আর, সেই ফেলে আসা কথা...
আমাদের ছেড়ে আসা সিঁড়ি,
এসে বসে নতুন কোন বন্ধুত্বের খোঁজ...
আমার তখন ভয় ছিলনা...
ছিল না পরের চিন্তা গুলো....
ছিল শুধু আবছায়া ভালো লাগা ।
তুমিও কি ভুল পথে...
ভুলে যাওয়া সেই চেনা নাম...
হয়তো ছিল সব বাষ্পের ঢেউ !
তাই আজ সুতো কাটা ঘুড়ি....
চোখ লুকিয়ে দেখে আসে...
লুকিয়ে দেখা.. দুজন দুজনাকে...
ছায়াকে ছোঁয়া.. আর অভিমান ভরা দুটি মুখ,
তবু কিছু কথা থেকে গেল বাকি... !
ঘুড়ি এসে লুটিয়ে পড়ে সেই পথে...
সেই কলেজ বারান্দা.. সেই বাসস্ট্যান্ডে..
হাত বাড়ালেও.. আঙুল ছুঁতে ভয়...
কথা আরো রয়ে গেল কিছু....
আমার মাথায় ছাতা ছিল না...
পায়ের তলায় বৃষ্টির জল...
তোমায় দেওয়ার ইচ্ছে ছিল...
মাঠের শেষে ভরা পলাশ ফুল,
যদি ফিরে যেতে পারি অন্ধকারে...
সেই ভুলে যাওয়া পথে...
তাই চোখ বুজে থাকি কিছুক্ষণ ।