জানো, একদিন বদলে যাবে সব
সরে যাবে দূরে দূরে তারাদের অবস্থান
যা কিছু দেখেছিলাম কিছুই থাকবে না আর
শুধু বাতাসে রবে ভেসে টুকরো কিছু অভিমান
নিঃস্পৃহ স্পর্ধা আকাশের দিকে হাত বাড়িয়ে
দিলো শুধু অন্তরিত আবেশের অদম্য বিপন্নতা
পৃথিবীর সকল কোনায় মুছে যাবে তার দাগ
হারিয়ে যাবে নিষ্পলক নেত্রের অশ্রু বিন্দুর কথা
শর্তবিহীন আত্মীয়তা হতে একাকীত্বের হাতছানি
গুণের মাশুল দিতে যোগ বিয়োগে বেহিসাবী
চঞ্চল মনের স্থিতিশীল রূপান্তরের সব সাক্ষ্য
মুছে দিয়ে যাবে একদিন সময়ের ঢেউ বেবাগী
ভেসে যাবে জেনেও আঁকড়ে থাকা অভিমান
যেন শত সহস্র বছরে জীবনের অমূল্য অর্জন
যেন শত সহস্র বছর পরেও ফিরে এসে একদিন
খুঁজে পাবো কবিতার খাতার ভাঁজে ভাঙা মন
আধখানা চাঁদ পুব আকাশে রইবে চুপ করে
নিশ্চুপ রাতে হয়তো খুঁজবে পুরোনো দিন
জ্যোৎস্নার মন খারাপ কারোর দেখা না পেয়ে
এঁকেছিল যারা সাদা কালো পটে অল্প রঙিন
হয়তো বা ফিরে ফিরে আসবে একই পটচিত্র
হয়তো মন খারাপের উপসংহার থেকে যাবে
হয়তো বিলাসিতা করে কেউ লিখবে আবার
জীর্ণ মলিন অনুভূতি কণা কিছু সঞ্চারিত হবে