বিস্মিত চকিত এই ভঙ্গুর সমাজে
জন্ম নিক এক অগ্নি স্ফুলিঙ্গ এখনই
সম্মুখ সমরে উচ্চারিত হোক সাম্যের জয়ধ্বনি
হে স্বার্থপরতা, কুটিল লালসা, এবার মুক্তি দাও
আত্মরক্ষায় সারা জগত মানবিকতার পাশে
যেথা,উদ্বৃত্ত অন্ন, মানুষ নিরন্ন কে বিলাতে আসে
যন্ত্র যেখানে করেনা তৈরি শুধু মুনাফার পন্য
মানুষ কি চায়, কি বা প্রয়োজন, তারই উৎপাদন
কাজ হারিয়ে পথে ঘাটে, যেথা মরে না স্বজন
ধনী - দরিদ্র, উচ্চ - নিচ, দুর্বল - সবল
ছুত - অছুত, স্বধর্মী - বিধর্মী, নাই ভেদাভেদ
মিলন মেলায় সকলে জোটে এক ছাদের তলে
ভুলে সকল প্রতিহিংসা, সকল হানাহানি - দ্বেষ
মানুষ শুধু এক পরিচয়ে মনুষ্যত্বের কথা বলে
রাষ্ট্রের বেড়া মুছে যায় আর ভেঙে যায় প্রাচীর
জাত বেজাতের অভিমান ভুলে শুধু একটা দেশ
রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক সমতা চাই
তিন পাওনার ব্যতিরেকে কোনো স্বাধীনতা নাই
জন্ম নিক আগুনের শিখা এখনই এ সমাজে
ভাঙো সব পুরাতন রীতি, নতুনের ডঙ্কা বাজে