ছেলেটা একা একাই যাচ্ছে
আর, ভুতের ভয় খাচ্ছে,
রাস্তা আর শেষ হয় না
লোকজনের দেখাও পায় না,
অন্ধকারে বাড়ি ফিরছে
মনের মাঝে ভয় ঘিরছে,
টিউশন ফিরতি হাঁটছে
রোজ এমনি ভয়েই কাটছে,
যতোই বাহানা দেয় মা কে
ফাঁকি দিতে টিউশন টা কে,
ধমক খাচ্ছে মায়ের কাছে
সাথে বাবারও নজর আছে!
আজ বছর কুড়ি পরে
বিদেশে নিজের ঘরে,
ছেলেটা ভাবছে বসে একা
ভুতের পায়নি কখনো দেখা,
তবুও কখনো মাঝ রাতে
সেই অন্ধকার রাস্তাতে,
মন চাইছে যেতে একবার
সেই ভয়টা বড়ো দরকার,
আজ জীবন বড়োই তেতো
যদি পাল্টে আবার যেতো,
সেই ভুত গুলো যদি থাকতো
এই মন খারাপের খবর রাখতো।