কথা রা মূল্যবান, কথা রা শক্তিশালী
কথা সৃষ্টির তরে লাগে বয়স, লাগে অভিজ্ঞতা
কথা রা শত শত দুঃখের চেতনা বহন করে
কথা সহস্র সুখের অনুভূতি মেখে রয়
কথা পরশ করে মরমে, হাসায় কখনো কাঁদায়
তাই কথার মাধুর্যে বেঁচে ওঠে মরা মন
কথা জানে চুপ থাকার যন্ত্রণা
সহজিয়া কথায় সর্বনাশ, চুপ কথা অবিচল
কথা রা জানে বিচ্ছেদের বিষাদ সুর
অন্তরের আর্তনাদ, যখন অতীত মুছে যায়
হৃদয় ভাঙে আর কথা দিশা হারায়
স্মৃতি মুছে গিয়ে কথা রা জেগে থাকে
কথা রা চেনে পুরোনো শহরের গলি পথ
কথা রা চেনে বন্ধু দের, আত্মীয় দেরও
গোপন অভিমান, গোপন হেরে যাওয়া
কথা রা শিখে যায় চুপ থাকা চোখের জলে
কথা রা নতুন ভোরের গল্প শোনায়
কথা রা কতো রাত জেগে রয়
কথা বেঁচে ওঠে মরণের পারে এসে
কথা একটা গোটা জীবনের সাক্ষ্য বহন করে।