তুমি মেঘের মতো হাসো,
আমি ছায়া তে মুখ লুকাই,
তুমি মনের মাঝে ঘুরছো,
আমি চমকে হাত বাড়াই।
আসে এক চিলতে রোদ্দুর,
নৌকার হাল হারাই,
নদী পথে বনের মাঝে,
ঘন জঙ্গলে ঘর বানাই।
এক টুকরো মন খারাপ,
পলকে স্মৃতি তে তলাই,
ঝাঁপ ফেলে সন্ধ্যা হঠাৎ,
ভাঙা স্বপ্নের গল্প শোনাই।
দেরি হয় রূপকথা খুঁজতে,
জ্বলে মন পড়ে থাকে ছাই,
পাড় ভাঙে নদীর আচমকা,
আধখানা গল্প মেলাই।
তুমি আলোর মতোই ভালো,
জানলা দিয়ে তাকাই,
তুমি রামধনু হতে চাওয়া,
আমি অল্পে আটকে থাকাই।