চারিদিকে আগুনের উত্তাপ,
জ্বলে পুড়ে ছারখার হবে সবকিছু,
মানুষের ঢল চলে সেই দিকে,
আমিও চলেছি তার পিছু পিছু,
মানুষে মানুষে ভেদাভেদ করে যারা,
মানুষ মেরে ধ্বজাধারীদের উল্লাস,
কানে মন্ত্র দেয় হিংসা-বিদ্বেষের,
জগতকে তারা দিতে পারে শুধু ত্রাস,
কে যেন হাত ধরে দেয় টান,
কে যেন, মৈত্রীর বাণী কয়,
এখনো সবুজ রয়েছে কিছু বেঁচে,
এখনো মনে শীতল বায়ু বয়,
একই মানুষের মাঝে ভেদ হয় কেন,
বৈচিত্র্যে রয় বেঁচে থাকার ছন্দ,
সকলেই যদি এক পাতে ভাত খাই,
তার চেয়ে নাই বড়ো আনন্দ,
শত ফুলে ভরে উঠুক ফুলদানি,
ভিন্ন ভিন্ন বর্ণে গন্ধে ভরা,
হাতে হাত থাকুক জীবন যুদ্ধে,
এ যুদ্ধ হবে তবেই জয় করা।