:::: সন্ধ্যা ::::


সন্ধ্যা ভালই লাগছে,
সন্ধ্যা মন্দ দেখায় না শুকনো নদীতীরে,
নদীর বুক মেছো কাদায় ভরে গেলে সবুজ ঘাসে ঢেকে যায়,
অভাবেই সাজিয়ে নেয় নতুন দেহ,
কিন্তু সন্ধ্যার আচ্ছন্নতা ধূমিল করে ওইসব, আভাস রেখে।
কিছু নিশাচর,কিছু উভচর
ওদের সংকেত
বাদুড়ের ঘরকন্যার আয়োজন,
নদীর সংকীর্ণ আবছা প্রবাহের আশেপাশে জোনাকির অযথা অন্বেষণ,
সেসব ভেবে কাজ নেই,
তারচেয়ে নিজেকে ভুলে যেতে পারলে নদীর স্থিরতায়—
ওখানেই থমকে আছে সময়ের সকল নিয়ম,
নিজেকে অনায়াসেই পেতে পারি,
কখনো বর্তমানে কখনো অতীতে।