:::::::::শুভঃ নববর্ষ::::::::


হাত ধরে নববর্ষ,
নতুন কংক্রিট রাস্তায় পা বিছিয়ে দেয় সময়,
ডায়রির পাতারা শেষ হয় নিশ্চুপে,
ফিরে দেখি পাতাদের ভিড়ে
মুখ তুলে চায় -- পরাজিত বাসনারা;
কখনো, একটু ভালোবাসা আর
অনিকেত এক পলক প্রতিবাদ।
চেষ্টারা থেমে যায় না,
নতুন কবিতা লিখি আবার,
নববর্ষের শুভেচ্ছা বিলি করি,
হাত বুলিয়ে নেই হোয়াটস অ্যাপে,
ছবিদের স্রোতে ভেসে যায় চোখ,
স্নান করে বর্ষবরণ ---------,

ইতরের দেশে ছবিতে ঘোরে বিকৃতি,
উন্মাদ কামনার খিদে মেটায় শিশুর যৌনাঙ্গ,
ছবিদের ভিড় লজ্জা দেয় আমার সভ্যতাকে,
ছবি মুছে ফেলি ইনবক্স থেকে,
লজ্জা মোছা যায় না,
আমিও বিলিয়েছি ওই ছবি,
আমার বিবেক ওই ধর্ষকের থেকে কম?

__________________________
(( সন্ধ্যায় ওই মর্মান্তিক ছবি,,, আমি লজ্জিত,,, মনুষ্যত্ব এত ঠুনকো হয়ে যাচ্ছে কেনো! কার কাছে ক্ষমা চাইবো এই লজ্জা প্রত্যেকটি মানুষের))