::::::::ইলেকশন স্পেশাল::::::::
বলছি ওগো দেশের কথা
নাম ছিল তার বঙ্গ
ইতিহাসে জেনেছিলাম
সোনার গোলার ভান্ড,
ইংরেজেদের পরম কৃপায় --
আজকে পশ্চিমবঙ্গ।।।
গণ মরেছে তন্ত্র চলে,
শাসক বলে ছলে বলে --
মার কাটো ওই মানুষ গুলো,
ওজনে পকেট ভরিয়ে তোলো,
চলবে যে এই রাজতন্ত্র।
হঠাৎ যদি হল্লা ওঠে
ইলেকশনের চড়ুই ভাতে
চোলাই মদ আর, শুঁকিয়ে দিও
নাকে টাকার গন্ধ,
আহাম্মকের দল গুলো সব
পাঁচটি বছর বন্ধ।
আজকে পশ্চিমবঙ্গ।।
নারদা ভাই সারদা তাড়ায়,
রাজ্য জুড়ে বেকার ছড়ায়
কর্মখালি নতুন গালি
অনুষ্ঠানের ধুম তো।
শাসক বলে চাকরি পাবি
আমার কথা শোন তো।
আবার,
রাম নবমীর ধুম পড়ে যায়
সেলাম ঠোকা বন্ধ
আর যদি ভাই সেলাম ঠোকো
পিঠটি পেতে দাড়িয়ে থেকো,
চলছে ভীষণ রঙ্গ।
আজকে পশ্চিমবঙ্গ।।
শাসক কে আর বিরোধী ভাই,
গোলা গুলি করছে সবাই,
সবার মাথায় সুখের চেয়ার
মুখের কথা ঢং তো,
সবাই পাঁকা কূটনীতিবাজ,
সবার একি রং তো,
সবার মুখে একি ভাষা,
লোক ঠকানো ছন্দ।
আজকে পশ্চিমবঙ্গ।।
আমি বাপু ভোটার আছি
শুকনো ভাতে বেঁচে আছি,
প্রার্থী কে ভাই চিনতে গিয়ে,
মনের ভেতর দ্বন্দ্ব ঘোরে,
সৎ পাত্র খুজেঁ না পেয়ে,
কম অসতেই কাম চালিয়ে
পাঁচটি বছর থাকবো বসে
পাবলিক আজ ল্যাংটো।।
(((((((সোমেন রায়))))))))