তোমার হাত দু'খানি স্পর্শ করেছিলাম যাতে তারা রঙিন প্রজাপতি হ'য়ে উড়ে যেতে পারে৷
তুমি বললে, আমি ছুঁয়ে দেওয়ার পর তারা স্পন্দনহীন, তারা মৃত ৷ তাদের তুমি চির সমাধিস্থ ক'রেছ তোমার পরনে বস্ত্রখন্ডের ভিতর ৷
আমার দু'হাতে এত পাপ ! আমি চিৎকার করে উঠেছিলাম ৷ বিস্মিত হ'য়ে দেখেছিলাম, জনকোলাহলে আমার স্বর চাপা পড়ে গেল ৷
আমি ক্রমে ছোট হ'তে হ'তে একখানি বিন্দুর মত মিলিয়ে যাচ্ছিলাম ৷ আমি প্রাণপন চিৎকার করে বলতে চাইছিলাম, হ্যাঁ, আমি এর আগেও নারীদেহ স্পর্শ করেছি ৷ বুঝতে চেয়েছি সৌন্দর্যের বিবর্তন রেখা ৷ কিন্তু তুমি বিশ্বাস কোরো সে শুধুই তোমাকে পাওয়ার কল্পনায় ৷ তার চাইতে বেশী কিছু আমার চাইবার ছিল না ৷ জনসমুদ্রে বিলীন হ'য়ে যাওয়ার আগে শেষ বারের মত চেষ্টা ক'রেছিলাম ৷ অস্ফুটে জপ ক'রেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র ৷ না, তোমার হাত দু'খানি তার পরেও আর স্পন্দন ফিরে পায়নি ৷ তাদের প্রজাপতি হ'য়ে ওঠা হয়নি কখনও ৷
তবু তুমি বিশ্বাস কোরো, আমার একটাই চাওয়া ছিল ৷ সারাটা জীবন ধরে আমি একমাত্র তোমাকেই স্পর্শ করতে চেয়েছিলাম ৷