(গত ২১/০৩/১৭ তে পোষ্ট করা 'প্রেমের সাত' এর ৯ মাস পরে তার দ্বিতীয় পর্ব, 'তারপর সাত' পোষ্ট করলাম ৷ আশাকরি ভাল লাগবে সকলের)

তারপর সাত ...
@সোমদেব চট্টোপাধ্যায়


অঞ্জনা থাকে আজ, নিউজার্সির বুকে
গান গেয়ে ভাল নাম ডাক তার
জয় থাকে চেন্নাই, ঘোর সংসারী সেও
আয় ব্যয় মেলানোটা কাজ তার
খেলার মাঠেতে আর কক্ষনো যায় না সে
যায়নি কখনো আর কাটিহার

অন্তরা বেশ আছে, গড়িয়ার প্রান্তে
একই ছেলে, ডাক্তারি পড়ছে
লালকুঠি ছেড়ে নীলু, কবে থেকে গুজরাতে
প্রাণ ঢেলে ব্যবসা সে করছে

ল্যাঙড়ার বাগানে, আর কেউ থাকে না
গ্রীষ্মে বা প্লাবনে আজ মিতা নেই
তোতোনটা একা একা গিরিডি ও মোকামায়
সেই থেকে নেশা করে ঘুরছেই  

জিন্স্ পরা ছবিতে, মধু আবুধাবি'তে
এক বিজ্ঞাপনের সেরা সংসার
তার ফেসবুক পাতাতে, বন্ধুর তালিকায়
পাড়ার সে দাদাদের আজ মেলা ভার

অনামিকা আজকাল, কলকাতা পূজোতে
টিভির চ্যানেলে খুব চেনা মুখ
মানিকপাড়ার বোকা বাপিদা'টা পালিয়েছে
সন্ন্যাসে খুঁজেছে সে সেরা সুখ

সাহেবপাড়ার সেই দেবলীনা দত্ত
ফিরে এসে প্রেম নিয়ে লিখছে
সোজা গিয়ে শিলিগুড়ি, আচমকা পৌঁছতে
ছোটকাটা গাড়ি চালানো শিখছে

আজ থাকে রিমা সেন, ইস্পাত নগরীতে
শহরের সুন্দরী সেরা মন
শেকড়টা কাটিহারে শুনে বড় হয়েছে সে
সীমা সেন আসলে যে দিদা হ'ন
বাবুদাকে যত্নে রেখে দিন কাটছে
ভালবাসা বেঁচে আছে আজীবন ...