( শ্রদ্ধেয় কবি শ্রী নির্মলেন্দু গুণকে নিবেদিত )
গরমজলে সেঁকে দেবে
আমার ব্যথার শরীর
তেমন কিছু আমি চাইনি
শুধু যখন ক্লান্ত হয়ে ফিরি
একটিবার, ঘরের দরজাটি
তুমিই খুলে দিও
গরম চায়ের পেয়ালা
ধরবে এনে ঠোঁটের কাছে
তেমন কিছুও আমি চাইনি
শুধু রাতের পর রাত
যখন না ঘুমিয়ে কাটাই
একটিবার জিজ্ঞাসা কোরো
আমার দু'চোখ ভেজা কেন
তারপর কোন একদিন
ভোরের কুয়াশা মুঠোর
মধ্যে নিয়ে, চলে যাব
পাকদণ্ডী কেটে কেটে ... !