এক আকাশের তলায় শুয়ে আছি
সমুদ্রের ফেনিল জলরাশি উঠে আসছে এক পৃথিবী থেকে
ভিজিয়ে দিয়ে যাচ্ছে আরেক পৃথিবীকে
সেখানে একমাত্র সুনন্দাই থাকে তার রবীন্দ্রনাথকে নিয়ে
আর এখানে আমি এবং এই মারণ মানব সভ্যতা
আসছে ঢেউ ভাঙছে ঢেউ শরীরময়
আমার সারা দেহে তেজস্ক্রিয় ফোস্কার জ্বলন
ঝলসানো মুখমণ্ডল
পুড়তে পুড়তে ঝরে পড়া রাশি রাশি পাতা
আমার দুই বক্ষ জুড়ে
প্রশ্বাসে বন্য পোড়া গন্ধ
আমি আচ্ছন্ন প্রায় অন্ধ
ক্রমশঃ কালো কুঁকড়ে যাওয়া হাতদুটো তুলে
কোনোক্রমে অস্ফুটে বলি,
আমি খুব সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম
আমি হিরোশিমায় আঙ্গুর চাষ করতাম মন দিয়ে
চেরনোবিলে নির্ভীক পশু পালন
একজন কঠোর শ্রমিক ছিলাম ভিয়েতনামে
ভোপালে দরিদ্র চিত্রকর এবং
আমাজনের জঙ্গলে এক সাধাসিধে প্রেমিক আদিবাসী
আমিই ছিলাম
কিন্তু আমায় কেউ বাঁচতে দেয়নি সুনন্দা !
কখনো তিল তিল করে, কখনো আচম্বিতে
ঠেলে দিয়েছে অনন্ত অন্ধকারে
আমার পৃথিবী জলশূন্য ভারসাম্যহীন হয়ে যাচ্ছে
প্রাণীহীন বায়ুহীন বৃক্ষহীন
এক আকাশের তলায় নির্নিমেষ শুয়ে আছি
এক অস্থির বালুতটে ক্ষত বিক্ষত পিঠ দিয়ে
আসুক ঢেউ ভাঙুক ঢেউ শরীরময়
আমার সারা দেহে পার্থিব পাপের দহন
জানি তোমার পৃথিবীতে কোনো স্থান নেই
সেখানে শুধু তুমি ও রবীন্দ্রনাথ
আর এখানে আমি এবং বিধ্বংসী মানব সভ্যতা !
( সুনন্দা, তুমি কী চাওনা নতুন করে সব সৃষ্টি হোক !
তুমি ভয়ঙ্কর প্রলয় হতে পারো
প্রবল বৃষ্টি অথবা সুনামি জ্বলোচ্ছাসও
এখনো সমুদ্রের ফেনিল জলরাশি উঠে আসছে
এক পৃথিবী থেকে
ভিজিয়ে দিয়ে যাচ্ছে আরেক পৃথিবীকে ... )
#save #amazon #save #world