ঘর বাড়িগুলো সব বদলে যায়
জীবন, যতি চিহ্নের মত
কেন অভিমান কর মিতা
ধূলোমাখা পাতা উল্টে পাল্টে
কাকেই বা খোঁজো এত
পথ প্রয়োজন সব বদলে যায়
বাবা মা বিষয় আশয় ...
বিনিয়োগের সঠিক সমীকরণে
অনেকটা বদলেছি আমিও
তবু জেনে রেখো আমার জীবনে
মেঘলা দুপুর মানে মেখলা গায়ে
তোমার প্রতিচ্ছবি প্রতিনিয়ত
জানি, জানি এবার তুমি বলবে
ঘর বাড়িগুলো সব বদলে যায়
জীবন, যতি চিহ্নের মত ... !