হে প্রিয় সৈনিক বন্ধু আমার, ধূ ধূ বরফের চাদরে ঢেকে আছে তোমার আপাদমস্তক ৷ সীমান্ত প্রহরায় নিদ্রাহীন সজাগ দুটি আঁখি তোমার ৷ কখন শত্রুকে করতে হয় প্রত্যাঘাত ! জীবন থেকে মৃত্যু, একটি মাত্র বুলেটের তফাৎ ৷ তাও তুমি দেশের জন্য বন্দুক ধর, কলমও ৷
জানি হে প্রিয় কবি বন্ধু আমার, কাশ্মীর থেকে অরুণাচল তুমি অক্লেশে হেঁটে বেড়াও ৷ প্রখর রৌদ্রে দগ্ধ জীবন ৷ তবু তুমি অক্লান্ত জ্যোতির্ময় ৷ অপূর্ব রবির কিরণে, তোমার হৃদয় উদ্ভাসিত ৷ ধমনীতে, নজরুলের উদাত্ত স্রোত ..." বল বীর চির উন্নত মম শির ..." ৷
তুমি সৈনিক, তুমি কবি ৷ তথাপি তোমার কবিতা লেখার সময় এখন নয় ৷ অথচ এই শ্রাবণে দেখ, আবার রূপোলী জলধারা বয়ে যায় ! চাঁদের বুকে গোলাপ মেতে ওঠে ৷ সীমান্তে মাদল বাজে ... ধিনা না ধিনা না ৷ ওঁরাও যুবতী গহীন অরণ্যে হারিয়ে যেতে চায় ৷
হে প্রিয় সৈনিক, কবি বন্ধু আমার ৷ তুমিই বলে দাও, তবে কী সীমান্তে এখন কবিপক্ষের সময় ...!