শহর জুড়ে কার্ফিউ সারাদিন ৷ নিখোঁজ অশ্বারোহী ৷ যারা এই পথে গিয়েছিল ৷ ঝরে পড়া কুয়াশায় তাদের পদচিহ্ন নিশ্চিহ্ন প্রায় ৷
একটু একটু করে নামে কোজাগরীর রাত ৷ পাহাড় এখন রূপোলী ক্যানভাস ৷ এই পথেই রাজা রবি যৌবনে নিরুদ্দেশ হতে চায় ৷
শিলং সুন্দরীর মুখোমুখি জেগে থাকি ৷
হে মহাকাশ, পূর্ণ আলোকিত কর মানব জীবন ৷ সাতটি নক্ষত্র কেউ কখনো আলাদা হয়ে যায় !