হে স্বাধীন রাষ্ট্র, হে সভ্য নাগরিক জীবন
তোমরা আমার রূপসাকে ফিরিয়ে দাও
তার প্রাণচঞ্চল নিরবিচ্ছিন্ন গতিময়তা
তার দুরন্ত অভিলাষ, তার প্রেমময়তা
আমায় একটিবার ছুঁয়ে যেতে দাও
পিতৃহীন শৈশব আমি দেখেছি অনেকদিন
আমি দেখেছি শঠতা আর ধূর্ত আত্মীয়তা
নিঃস্ব রিক্ত উত্তপ্ত ছাত্রজীবন, আমি বুঝেছি
কাকে বলে নিষিদ্ধ রাত্রির যৌনতা,ক্ষয়ে যাওয়া সমাজের অসংখ্য রাজনৈতিক পাপ
শিকারী বাজের মত ক্ষিপ্র, চতুর অপরাধ
আমি দেখেছি ব্যবহৃত ব্যর্থ নারীর পরিতাপ
দৃঢ় সত্যের লাশ বয়ে চলেছি বহুদিন
ক্লান্ত অবসন্ন হ'তে হ'তে শূণ্য আমি প্রায়
বোধ হয়, শেষের প্রাণ শুরুতেই যেতে চায়
হে মহামায়া, এই দেবীপক্ষে ফিরিয়ে দাও অবিবেচক, অকাল প্রয়াত পিতার শৈশব
ফিরিয়ে দাও তিনি ভালবেসেছেন যাকে অদেখা গাঁয়ের ঠিক আগে সে বয়ে যায়
আমায় ফিরিয়ে দাও সেই রূপসী রূপসাকে
(খুলনা জেলায় আমার স্বর্গীয় পিতৃদেবের শৈশব অতিবাহিত হয় ৷ তাঁর সেই আদরের স্মৃতিচিহ্নের প্রতি শ্রদ্ধার্ঘ্য রইল)