অনেকদিনের পর ...
তোমার সদ্য তোলা
একটা ছবি দেখলাম
সত্যি কথাটা বলি
তোমার দুটো ঠোঁট
অল্প একটুখানি
আমি ছুঁয়ে দেখলাম
এখনও প্রবল উষ্ণ
যুবার কবিতা যেন
স্বচ্ছতোয়ার মত
চোরাস্রোত এখনও
তোমার দুই হাতে
স্পর্শ দিয়েছি রাতে
আজও ভীষণ আপন
শিশির সুপ্রভাতে
তোমার নরম বুকে
কতটা স্পন্দন ...
দ্রুত থেকে হয়ে ওঠে
আরো কত দ্রুত
মাইলের পর মাইল
কান পেতে রইলাম
আমি, নিয়ম বহির্ভূত