আমার জীবনে নাকি
অস্থির,মৃগশিরা নক্ষত্র
সুনতালেখোলার কাছে
বারংবার ফিরে এসেছি
আমার গোধূলিকে
খুঁজে মরেছি, সর্বত্র
বাইশটা বছর ধরে
আমি দেখেছি নাগরিক
জীবন মৃত্যু নারী চুম্বন
সত্য অর্ধসত্য অসত্য
সুনতালেখোলায় শহুরে
সভ্যতা,আজ তাও বন্য
ভালবাসার উন্মাদনায়
উদযাপিত বর্ষবরণ
তাও শুধু গোধূলির জন্য ...!