সমস্ত সকাল জুড়ে
অপেক্ষায় ছিলে
হয়ত নিঃসঙ্গ দুপুরে
এবং বিকেলেও ....
নিরন্তর ঝাপসা চোখে
খুঁজেছ হেমন্তের পাখি
হয়ত ছাদের প্রাচীরে
প্রাণপনে ভর করে
তোমার নখে এখনও
নীল কালো দাগ ....
দেশ থেকে ভেসে
আসবে জাহাজ,  
মাস্তুল বেয়ে ঝরে
পড়বে শুভ্র শঙ্খমালা
সহস্র মুক্তোদানা,
শ্বেত আর লোহিত
প্রবাল রাশি ....
তোমায় জানাবে
অভিবাদন, প্রিয়তমা
হয়ত ভাবছ তাই
আর হিমের পরশে
ভিজছ একা একাই !
দিগন্তরেখা থেকে
তোমার মনখারাপ
সব কুড়িয়ে নিলাম
আর,তোমার উপহার ?
আমার বুকের থেকে
নেওয়া একমাত্র
নীলকণ্ঠ পাখি
এই নাও, হেমন্তের
পাখি বলে,
উড়িয়ে দিলাম ... !