একবার আমাদের কোনো এক দ্বীপে
উড়ছিল এগারোটা কালো চামচিকে
ছুটে এসে কোথ্থেকে আদিবাসী ছেলে
তাক করে ঢিল, 'এক' খুব মেরে দিলে
চামচিকে নেতা তাই ভেঙে দিলে ঝাঁক
দুজন সামনে যাক উড়ে ঠিকঠাক
পালা করে ঢিল ছুঁড়ে আরো বার পাঁচ
পারলনা ছেলে তাই ধরছিল মাছ
পরদিন দিল যোগ জনাদশ ছেলে
বাকি দশ মারবেই সেই ঢিল পেলে
শুরু হল ঢিল খোঁজা পেয়ে গেল যেই
কোথা গেল চামচিকে ! বৃষ্টিতে নেই
তারপর প্রায়ই হত সেই ঢিল ছোঁড়া
বদলাল দল কত আগা থেকে গোড়া
একদা জাহাজ চড়ে ইংরেজ এল
দেখল বেশতো মজা যত খুশী খেল
ফিরে গিয়ে দ্বীপ থেকে নিজের সে দেশে
খেলাটাকে বেশ করে দিল মেজে ঘষে
চামচিকে ডাকত কি-র্-ক-ট্ করে
'ক্রিকেট' নামটা হোলো বেশ মনে পড়ে