দুঃস্বপ্নের কোনো এক রাতে
অতলান্তিকের ওপার থেকে
ধেয়ে আসা উত্তপ্ত গরল
তরল সোনার দেশকে
করল ছিন্নভিন্ন
এক মুহূর্তে মুছে গেল
আব্বাসের ডান বাম
দুই হাত পা, শরীর থেকে
এক মুহূর্তে ধ্বংস হল তার
আব্বার ঘর বাড়ি দোকান
মিশে গেল মরুর বালিতে
শুরু হল লেলিহান শিখার তান্ডব
কটা দিন খবর দারুণ বিকোল
পরাজিত সামরিক নেতার
ভূলুণ্ঠিত প্রস্তর মূর্তি
ফিরে পেলনা তার শীর্ষদেশ
ধু ধু প্রান্তরে বিজয়ী সেনার
কুচকাওয়াজ আর উল্লাস
আব্বাসদের আর্তস্বর
ক্ষীণ হতে হতে হয় ক্ষীণতর
মিলিয়ে যায় পশ্চিমে
আরও পশ্চিমে কোথাও
লুন্ঠিত প্রাসাদের
তলার বারান্দায়
কোন নবজাতকের আশ্রয়
একহাতে আঁকড়ানো
নিথর মাতৃস্তন
অন্য হাতে ঈগলের
ফেলে যাওয়া রক্তাক্ত পালক
নিঃশ্বাসে বারুদের ঘ্রাণ ... !