কানের কাছে সেই
এক ফিসফিসানি,
তোকে ভালবাসিইই ..
লোকে শুনে বলে,
বদ্ধ পাগল !
তাও ঠিক শুনি, সেই
একই ফিসফিসানি,
তোকে ভালবাসিইই ..
একদিন .....
পাহাড় ঘেরা জঙ্গল
আর তার ধারে এক
পান্না সবুজ ঝরণা
দেখি নদী হয়ে
ঝরে পড়ছে
হাতে তালি দিয়ে
হরিণীর মত
ছুটে ছুটে যাচ্ছে
তার সাথে সাথে
প্রজাপতিগুলো, সব
উড়ে উড়ে যাচ্ছে
আরও দূরে সরে
সরে যাচ্ছে
তুমি অবাক কর
পৃথিবী, কি অপূর্ব
এই জলছবি !
আমি ফিসফিস
করে বললাম,
আয় কাছে আয়য়য় ...
উড়ন্ত সব প্রজাপতি
ফিসফিস করে বলল,
তোকে ভালবাসিইই ..
আজ যাইইই ...
বেলা যায়য়য়য় .... !