(১)
বাইরে অঝোর বর্ষা
আর বিদ্যুতের রেখাপাত
দ্বৈতক্রীড়ায় মত্ত
হিসেব শুধু হিসেব ..
ভগ্নাংশ, গুণীতক, ধারাপাত
নজর কর, তোমার
ঠোঁটে কপালে বুকে
তোমার শিরা উপশিরায়
সুখের হিসেবে মেলাও
স্বামী, বন্ধু ...... প্রেম
আজও সেই
একই দ্বৈতক্রীড়া .. !

(২)
তোমারও নাকি
চোখেতে অনেক জল  
ভাবছ, তুমি
একাই কাঁদতে জানো!
আমার অনেক
অনেক অশ্রুধারা
ভেজালো তোমায়
ধুলোমাখা কোনো মাঠে,
সে তুমি আজ তা
মানো আর না মানো!