(১)
সকালে বাতাস বিষাদ
আকাশেরও মুখ ভার
বহুদূর থেকে ভেসে আসে
কোনো কির্তনীয়ার স্বর
অনেক হোলো পৃথিবীতে
আর থাকার কি দরকার ?
এখনও ক্লান্ত গভীর রাত
উৎসবের আয়োজন
কোথায় আছে প্রাণসখা
আত্মার কোনো জন !
আসা যাওয়ার এই উৎসবে আর
কিসের বা প্রয়োজন ?

(২)
দেখা হলে মুখ ফিরিয়েই নেবে
জানি, আজ আর চিনবে না
আমার জন্য সুগন্ধী কোলোন
কিংবা নীল জিন্সের
জামা, তুমি আজ
আর কিনবে না
ছোট্ট বিষয় তাও
বড় জানতে ইচ্ছে হয়
বিছানায় একা শোওয়ার সময়
মৌরির দানা, তুমি
রোজ মুখে দাও কিনা!