স্বামী সন্তান দামী
ফ্ল্যাট আর গাড়ি
না বলা কথা নিয়ে
দিয়েছ বিদেশ পাড়ি
আজ আর কি হবে
সেসব ব'লে ?
প্রেমের দু' কথা
লিখবে কি ক'রে
দু'চোখ ঝাপসা হ'লে !
আমি এখন একা
কেবল একাই হাসি
নেশার মৌতাতে
বাঁচতে ভালবাসি
আমি না হয় নিঃস্ব,
প্রেমের চোরাবালি,
বেরসিক যে দুনিয়া
তারও দু' হাত খালি !!