(১)
গত পূর্ণিমাগুলোতে
চাঁদের আলো
আসেনি আমার গলিতে
আজ ফের সেই
জ্যোৎস্নার রাত !
গলির মুখে
দাঁড়িয়ে আছি আমি
আজও কী সেই
প্রেমের অভিঘাত ?
(২)
তোমার নাকি সেই চেহারায়
এখন অল্প মেদ
শুনেছি তোমার সংসার নিয়ে
অল্প কিছু খেদ
এখন ভাষায় বাংলা কম
ইংরেজিটাই বেশী
অল্পকথায় হাঁপ ধরে যায়
অন্ করে দাও এ.সি
তোমার নাকি অনেক কাজ
কথার সময় নেই
হয়ত তুমি বলতে গেলে
হারিয়ে ফেলবে খেই
ভোরেরবেলায় আঁখি দুটি
অল্প নাকি বোঁজো
হয়ত আজও নিয়ন আলোয়
জ্যোৎস্না রাতই খোঁজো ...!!