কথা ছিল,
ঘাটশিলার পথে
জংলা হাওয়ায়
খুশির তিতির
উড়িয়ে নেবে
তোমার আঁচলে
শেষ আকাশের
ধ্রুবতারা দেখবে,
তুমি পলাশের কোলে
নির্জনতা ঘেরা
শেষ উষ্ণতায়
আজ, তোমার
ফেলে যাওয়া
আশ্বিনের হিমে
পুড়ে যাওয়া বুক
আর মন নিয়ে
আমি ঘুরে ফিরি
রূপমতীর হভেলি
আর তাজের মহলে
তোমার সিঁদুরে
ছোঁয়া প্রান্তর
দেখে পলাশের স্বপ্ন
অসীম প্রতীক্ষায়
জানি, সেই দিন
খুব দূরে নয়
আমার খুশির তিতির
ডানা ঝাপটাতে থাকে
পাড়ি দেব ছায়াপথ
যে কোনো সময়
ধ্রুবতারা দেখাবে
সেই নিশানায় ..... !