(১)
বেশতো ভালই লাগছিলে
গায়ে দিয়ে ময়ূরকন্ঠী শাড়ি!
ভুলে যাই তুমি আর সখী নও
বহুকাল তোমার সাথে আড়ি
এখনও দু'চোখে এত প্রেম,
(আমি যৌনতাকে প্রেম বলি)
আজও হৃদয়ের অবাধ্য পাড়ি!
এই শরতের পড়ন্তবেলায়
বেশতো সিঁদুর গালে হাসছিলে
সুন্দরী লাগছিলে ভারি!
বেশতো ভালই বাসছিলে
আজ সে হওনা তুমি যারি!
            
(২)
ভুলে যাও, কেউ আর
আসবেনা!
একা একাই যেও
স্নানঘরে গেও গান
আয়নায় ফিরে দেখো
সুন্দরী তুমি কত!  
বিছানায় একা মেখো
সিঁদুরের ছোট বড় ঘ্রাণ
ভুলে যাও, কেউ আর
ভালবাসবেনা
ভুলে যাও, কেউ আর
আসবেনা !