তখন তুই ঊনিশ রাই
শুধুই কাপড় মেলার ছল
ঠোঁটের কোণে লুকিয়ে হাসি,
" আমায় কিছু বল ! "
তখন তুই সবুজ শাড়ি
নীলচে কালো তিল
চোখের কোণে তাকিয়ে দেখি
আমার মরণ ঝিল !
তখন সদ্য পিতৃহারা
সদ্য গৃহহীন
বুকের মাঝে জড়িয়ে ধরে
বৃষ্টি অমলিন !
তখন আমি সদ্য যুবা
স্বপ্ন আকাশ জোড়া
পথের ধারে রইল পড়ে
তোর সে ফুলের তোড়া !
আজকে আমি কেমন আছি
পঁচিশ বছর পরে ?
মেঘের কোণে তাকিয়ে দেখিস
বৃষ্টি যখন ঝরে !