তোমার সাথে শেষ যেবার
দেখা হ'ল নিউমাল স্টেশনে
আলতো ক'রে ডেকেছিলে,
অনিমেষ ভাল !
দুই গালে দুটি টোল
আজও অবিরত
সেই মায়াবী দুটি চোখ
বুকের মাঝে ঝুলন্ত সেই যীশু
ঠিক আগেরই মত !
জানালার এপাশ থেকে
ইচ্ছেগুলো সব
একঝাঁক প্রজাপতি হ'য়ে
উড়ে যাচ্ছিল তোমার দিকে
রেলের কামরা ততক্ষণে
রওয়ানা দিয়েছে
জীবন থেকে দূর ......
কোনো অজানা দ্বীপের দিকে !