তুমি ভালবেসেছিলে কেন তিস্তা !
প্রবল বর্ষায় হে, যৌবন উদ্ভিন্না
আকুল হয়ে চেয়েছিলাম মৃদু স্পর্শ
তোমার পেলব মাখন শরীরের
হে সিক্তা, তুমি না প্লাবন ডেকে আনবে !
নির্জন কবিতার হাত ধরে
পথ পেরিয়ে আসছিল পথিক
তুমি না তাকে নিয়ে যাবে
উথাল পাথাল মাঝ দরিয়ায় !
কুয়াশা আমার অপছন্দ তুমি জান
সেই চোখের কোণে নিয়ে
অপেক্ষায় ছিলে তো অনন্তকাল !
সেই কুয়াশার সবটুকু
যদি ঝরিয়ে দিতে
না পার আমার বুকে
তোমার অস্থির হৃদয়
অবাধ্য হওয়ার মুখে
তবে ভালবেসেছিলে কেন তিস্তা ?
উত্তর থেকে দক্ষিণে
ক্ষয়ে শেষ হল শিলাভূমি
তোমায় দিলাম
দিগন্তজোড়া সাগরবেলা
আর অশেষ বৃষ্টি ? সেতো আমি !
তুমি তো খামখেয়ালি
নিরব অভিমানিনী
এত পথ চলে তবু
সাগরে মিশতে পারনি
তবে ভালবেসেছিলে কেন তিস্তা ?