রাত যায় রাত ফিরে আসে ৷ নিষিদ্ধ শহর কোনো জেগে থাকে ৷ হয়তবা দূরের প্রদেশে হয়তবা কোথাও আমাদেরই চারিপাশে ৷
যদি তুমি হও মোহময়ী নারী সুন্দরী, যদি তুমি হও মধ্য তিরিশে বা তার আশে পাশে ৷
অপার ভক্তি নিয়ে যেতে চাও ঈশ্বরের কাছে? সাবধানে রেখো ভরা যৌবন ৷ হয়ত দূরাত্মা কোনো রাতারাতি, ঈশ্বর সেজে বসে আছে !
দিন যায় ৷ রঙীন উৎসবে রাত ফিরে আসে ৷ আত্মাকে নয়, চাই আত্মনিবেদনের দেহ দান ৷ নিষিদ্ধ শহরে পাওয়া যায়, ঈশ্বরকণা সুলভে সস্তায় ৷ তুমি কি অভিমানী, ভগবান!  

                    ****
ঈশ্বর অমিল এমনটা নয় ৷ জাতিরা বিস্মৃত নয় ৷ তার প্রয়োজন নেই কোনো জাতিস্মর ৷
আসমুদ্র হিমাচলে অনুররিত হোক অবিরাম
" জীবে প্রেম করে যেই জন সেই জন
সেবিছে ঈশ্বর " ৷