# ময়ূরাক্ষী এখানেই
এখানেই কোথাও ময়ূরাক্ষী থাকে আশেপাশে
বল, কত দূরে হলে তুমি নীহারিকা বল তারে
কত কাছে হলে নিশ্চিন্ত প্রহর !
ভাবি, যাই চলে যাই একদিন
এখনও বসে বুঝি বসন্ত ভ্রমর
সেই শহরের আজ আর কেউ নেই
বাবা মা, ভাঙা বাসা, ধূলোপায়ে ছেলেবেলা
তবু জানি ময়ূরাক্ষী আছে কাছে পিঠে
বল, কত পথ গেলে তুমি দিগন্ত বল তারে
কতটা বৃষ্টি নামলে সরোবর !
ভাবি আর নির্মম কাদামাটি মাখি মুখময়
মাতি ভালোবাসা উৎসবে
হাসাহাসি করি একা চুপিচুপি
হাত ধরে বলি, আজও আছি সারাদিন
দেখা হবে ঠিক হয়ে যাবে
ময়ূরাক্ষী, চিরকাল আমিও সীমান্তে এখানেই