একগোছা শাপলার ফুল হাতে তোমার অবুঝ প্রোদ্ভিন্ন আহ্বান আমি প্রত্যাখ্যান করেছিলাম
তুমি কি জানোনা, যে সময়ে রমণীর তীর হৃদয়কে বিদ্ধ করে থাকে, তা প্রায় অস্তায়মান
অসীম সবুজ প্রান্তে অসংখ্য শ্বেত গাভী মেষ এবং অশ্ব তোমাকেই প্রদক্ষিণরত প্রতিনিয়ত
তোমার বুকেই নানান প্রজাপতিরা এসে বসে
চিরযৌবনে অপাপবিদ্ধ কোনো সম্পর্কের মত
পাংথুমাইয়ের বুকে একক স্নানের যত লজ্জা
তোমার জন্যই সুস্পষ্ট, ডুবপাথরের জলশয্যা
শাপলার ফুলগুলি হোক বিম্বিত ওষ্ঠের আধার
আরও দক্ষ হই প্রেমে, সাবলীল একবার
জ্যোৎস্নায় সদ্য সঞ্চিত হিম, পিয়াইন নদীর জলে আরো একটু গাঢ় হ'য়ে নামুক আশ্বিন
আরেকটু অপেক্ষা ক'রে যাও মিতা ...
এখনও যথেষ্ঠ স্বাবলম্বী সাহসী নয় মারাসিম ৷
** মারাসিম : সম্পর্কগুলি