চলে যাব ! কিন্তু কেন যাব বলো তো !
কেউ কি আমায় মা বলে ডাকোনি,
পিসি মাসি কাকি দিদি বা বোন ...
কখনো কেউ কি ভাবো নি বল ?
চোখের নিমেষে সব পর হয়ে যায় !
আলাদা হতে চাও তাই হয়ে যাও
যে যার মত পৃথক পৃথক ৷ সব কেড়ে নাও, ভাগাভাগি কর বিষয় আশয়
তারপর কফিনে বন্ধ করে দাও
ফেলে দাও ... খাদের কিনারায়
প্রতিটা পেরেক যেন গায়ে বিঁধে যায়
আমি থেকে যাব যেখানে রক্তের দাগ
অথবা জ্বালিয়ে দিও সীমান্তরেখায়
অনন্ত ছাই হয়ে ছড়িয়ে পড়ব
অরণ্যে সমতলে বরফের চূড়ায়
চলে যেতে যদি বল, বলতেই পার
নিঃস্ব হয়ে ফিরব কোথায় বল আজ
বাদলা দিনে তার টানবে বলে
খুঁটি পুঁতছ, ছেলেরা সামলিও ... জেনো, সহসা ওখানেই পড়ে বাজ !